বাঘারপাড়া প্রতিনিধি
ভোটের আগের রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী। তিনি আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন।
এদিকে হাসান আলী নির্বাচন থেকে সরে গেলেও ইভিএমে তার প্রতীক থাকবে।
ফলে বাঘারপাড়ায় উপজেলায় চেয়ারম্যান পদে মাসুম রেজা (হেলিকপ্টার), এফএম আশরাফুল কবির (মোটরসাইকেল), রাজীব কুমার রায় (ঘোড়া), হাসান আলী (আনারস), সেলিম রেজা (কাপ পিরিচ) ও আব্দুর রউফ (দোয়াত কলম) প্রতিদ্বন্দ্বিতায় থাকছে।
আর ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান (টিউবওয়েল), গোলাম ছরোয়ার (তালা), নাজমুল হুসাইন (চশমা), শাহজালাল (বই), এনায়েত হোসেন লিটন (মাইক), তাওহিদুর রহমান (উড়োজাহাজ) ও জয়নাল আবেদীন (টিয়াপাখি) প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুন্নাহার (ফুটবল), বিথীকা বিশ্বাস (পদ্ম ফুল), রেক্সনা খাতুন (কলস) ও দিলারা জামান (প্রজাপতি) প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।