নিজস্ব প্রতিবেদক
অভয়নগর বিএনপি আবারও সেতু বন্ধনে মিলিত হয়েছে বাঘারপাড়া বিএনপির একাংশের সাথে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বিকালে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়নে জনসচেতনতার ব্যানারে বাঘারপাড়া উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে দুই উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগে অভয়নগর উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা দুই সহ¯্রাধিক মোটর সাইকেল ও অর্ধ শতাধিক প্রাইভেটকারের শোভাযাত্রা নিয়ে বাঘারপাড়ার কয়েক হাজার নেতাকর্মীদের সাথে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুল হাই মনা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শ্রমিক নেতা রবিউল ইসলাম, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা হাদিউজ্জামান মিরান, কেন্দ্রীয় কৃষক দল নেতা এ্যাড. শিহাবুর রহমান, বিএনপি নেতা মাসুদ আলম টিপু, অভয়নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান মোল্যা প্রমুখ।
সভায় বক্তারা যশোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এক বিএনপি নেতাকে উদ্দেশ্য করে বলেন, হাসিনা সরকারের পতনের পর এক নেতা দলের অভ্যন্তরে স্বেচ্ছাচারিতা ও লাগামহীন চাঁদাবাজির কারণে বিএনপির জনপ্রিয়তা হুমকির মুখে পড়েছে। তিনি কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের নির্দেশ অমান্য করে তার প্রতিনিয়ত দলের ঐক্যকে বিনষ্ট করে চলেছেন। তার বিরুদ্ধে কয়েকটি ব্যাংকে দেড়শ কোটি টাকার উপরে ঋণ খেলাপির মামলা চলমান রয়েছে। অনুষ্ঠানের নামে চাঁদাবাজিই তার মূল পেশা হিসাবে দাঁড়িয়েছে। বাঘারপাড়ার বিএনপির নেতা কর্মীদের তার কাছ থেকে সরে যাওয়ারও আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য, এর আগে গত ১৪ জুন বাঘারপাড়া বিএনপির একাংশ অভয়নগরে যেয়ে সেখানকার বিএনপি নেতাকর্মীদের সাথে সেতু বন্ধনে মিলিত হয়।
