বাঘারপাড়া প্রতিনিধি: পুলিশের আয়োজনে শনিবার বাঘারপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। থানা চত্বরে বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওসি ফিরোজ উদ্দীন।
এতে প্রধান অতিথি ছিলেন এমপি রণজিত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত মজুমদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ^াস, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু,
জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, খাজুরা শহীদ হোসেন সিরাজ উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান, বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যানবৃন্দ। আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
