বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জামায়াতে ইসলামী’র জেলা আমির বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ন্যায্য বাণিজ্য, সামাজিক ন্যায়বিচার ও নৈতিক ব্যবসা পরিবেশ গড়ে তুলতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সবাইকে কাজ করতে হবে। তারা আরও বলেন, ব্যবসায়ী সমাজের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
সভায় মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা শাখার আমির রফিকুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারের শতাধিক ব্যবসায়ী সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে ব্যবসায়ীদের নানা সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
