বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার ধূপখালী গ্রামে আগুনে পুড়ে ছাই হয়েছে দিনমজুর আল আমিনের বসতঘর। বৃস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আলামিন মোল্লার বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনমজুর আলামিন মোল্লা জানান, গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয় পরে বৈদ্যুতিক সংস্পর্শে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বসতঘরসহ দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
বাঘারপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ গোয়ালঘরের মশা তাড়ানো আগুন থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।