যশোরের বাঘারপাড়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বুধবার বুধবার সকাল ১০ টায় বাঘারপাড়া থানা গ্রাউন্ডে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বাঘারপাড়া থানার ইনচার্য ফিরোজ উদ্দীনের সভাপতিত্বে সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
পুলিশ সুপার বলেন, পুলিশ জনগনের বন্ধু কোন পুলিশ সদস্য যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থানায় আসলে সঠিক সেবা না পান, আপনারা সরাসরি আমার কাছে চলে আসবেন। আমি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। সমাজে মাদক,জুয়া, ইফটিজিং এখন একটি ব্যাধি। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে চলাফেরা করে? তার খোজঁ নেওয়ার নৈতিক দ্বায়িত্ব আপনাদের।
তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে আরো বলেন, আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রিদের খোজঁখবর রাখবেন তাদের অবিভাবকদের সাথে মতবিনিময় করবেন। যাতে করে শিক্ষার্থীরা সঠিক গাইড লাইন পান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাষারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী, এ্যাড ইদ্রীস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রাথমিক শিক্ষা সচিব সন্তোশ কুমার অধিকারী, উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম,আবুজর গিফারী, বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা ও মসজিদের ইমাম ও বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাককবৃন্দ।
অনুষ্ঠানে সকল শ্রেণির মানুষেরা উন্মুক্ত আলোচনা করেন, অনুষ্ঠানে মাদক, বাল্য বিবাহ, ও আইন শৃঙ্খলা বিষয়ক প্রশ্ন পর্ব রাখা হয় যার উত্তর সরাসরি এসপি সাহেব দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।