সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন এক জেলে। ৬ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড়খালে এ হামলার ঘটনা ঘটে। বাঘের থাবায় মুখে ও মাথায় তিনটি স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। আহত জেলেকে শ্যামনগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবু হায়াত ঢালীর (৪৮) বাড়ি শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামে ।
টেংরাখালি গ্রামের বাবলু সানা জানান, নুর ইসলাম গাজী, আবু হায়াত ঢালী ও আমি বনবিভাগ থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড় খালের মধ্যে জ¦ালানি জোগাড় করার জন্য নৌকা থেকে খালের পাশে প্রবেশ করি। হঠাৎ আবু হায়াত ঢালীর ওপর হামলে পড়ে বাঘ। এসেই মুখে থাবা দেয়। আমরা দুইজন গাছের গায়ে বাড়ি দিয়ে শব্দ করতে থাকি। কিছুক্ষণ পর বাঘটি আবার বনের ভিতর চলে যায়। এরপর আবু হায়াত ঢালীকে উদ্ধার করে দ্রুত উপকূলের দিকে রওনা হই। বাড়িতে ফিরেছি রাত ২টার দিকে। সকালে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেছি। এতে মুখে ও মাথায় তিনটি স্থানে আঘাতপ্রাপ্ত হয় আবু হায়াত। এ যাত্রায় বেঁচে ফিরেছি আমরা।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারি কমিউনিটি অফিসার মেডিকেল রাজু ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘের আক্রমণে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।