নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ২৫ নির্দেশনা কার্যকর করতে জেলার অফিসারদের কঠোর হুশিয়ারি দিয়েছেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. তমিজুল ইসলাম খান। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে, কৃত্রিম সংকট রোধকল্পে ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে উপজেলার নির্বাহী অফিসার ও জেলা বাজার কর্মকর্তা/কৃষি বিপণন কর্মকর্তারা বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে কঠোর নির্দেশ দেন তিনি। রোববার সকালে ক্যালেক্টরেট সভাকক্ষে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ সাইফুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় জেলা প্রশাসক বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। পতিত জমিতে ফসল ফলাতে হবে। কোনো জমি যেন অনাবাদি না থাকে সে লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসন করে চাষাবাদের আওতায় আনতে জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর হুশিয়ারি দিয়ে ডিসি বলেন, ভবদহের বিভিন্ন পয়েন্টে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে এমন ব্রিজ অপসারণ করতে হবে। ভবদহ এলাকায় কচুরিপানা অপসারণ করে পানির অবাধ প্রবাহ নিশ্চিত করা। অবৈধ দখলকৃত অনাবাদি সরকারি খাস জমি উদ্ধার করা ও জেলার অন্যান্য সকল অনাবাদি জমি চাষাবাদের আওতায় নিয়ে আসা। সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জমিতে সবজি ও ফুল চাষ করার তাগিদ দেন তিনি। সড়ক ও মহাসড়কের পাশের জমিসংলগ্ন জমিতে, রাস্তার ঢালে, খাল, বিল, নদীর পাড়ের জমিতে সবজি ও গো-খাদ্য চাষাবাদের ব্যবস্থা করা। প্রান্তিক কৃষকরা যাতে সহজে কৃষিঋণ পেতে পারে তা নিশ্চিত করা এবং নিয়মিত কৃষিঋণ মেলার আয়োজন করতে নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুন:এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা দিয়েও রেজিস্ট্রেশন কার্ড পায়নি শিক্ষার্থী
এছাড়াও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ, ভূমিহীনদের কৃষি খাসজমি বন্দোবস্তসহ সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যেন প্রকৃত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রান্তিক শ্রেণির মানুষ সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে। জমি ও ঘর প্রদানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন।
তিনি দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নিজেরা বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জনগণকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনোভাবেই অবনতি না হয়, সেদিকে নজরদারি জোরদার করতে হবে। মিথ্যা গুজব ছড়িয়ে কেউ যেন সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে হবে। নিরীহ ধর্মপ্রাণ মানুষ যাতে জঙ্গিবাদে জড়িত না হয় সেজন্য সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে হবে। বাল্যবিবাহ, ইভটিজিং, খাদ্যে ভেজাল, নকল পণ্য তৈরি ইত্যাদি অপরাধ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। নিয়মিত নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করতে হবে। স্লুইচগেট বা অন্য কোনো কারণে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে জলাবদ্ধতার জন্য যেন উৎপাদন ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে।
এছাড়াও প্রধানমন্ত্রীর দেয়া ২৫টি নির্দেশনার সব কয়টি নিদের্শনা নিয়ে বিশাদ আলোচনা ও আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে তা সফল করতে কার্যকারী ভূমিকা নিতে বলা হয়।
আরও পড়ুন: যশোর বিএনপির ৭৬ নেতা-কর্মীর হাইকোর্ট থেকে জামিন লাভ
৪ Comments
Pingback: যশোরে অপ্রতুল বরাদ্দ ওএমএস’র পণ্যের
Pingback: ভাষা দিবস উপলক্ষে ঝিকরগাছায় ১৫ কোটি টাকার ফুল বিক্রির আশা
Pingback: যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
Pingback: চৌগাছায় ইলিশমারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন