কল্যাণ ডেস্ক: স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্মারক স্বর্ণমুদ্রার দামও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ৩ হাজার টাকা বাড়িয়ে ৭৮ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি রুপার দাম বাড়ায় স্মারক রৌপ্যমুদ্রার দামও বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ দাম আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের তিনটি স্মারক স্বর্ণমুদ্রা রয়েছে। এগুলো ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি। ওজন ১০ গ্রাম। এতদিন এসব মুদ্রার প্রতিটির দাম ছিল ৭৫ হাজার টাকা (বাক্সসহ)।
এখন থেকে এসব মুদ্রার দাম ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ডিসেম্বসে এসব স্মারক স্বর্ণমুদ্রার দাম ৭২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়।
এদিকে বাংলাদেশ ব্যাংকের রয়েছে ছয়টি রৌপ্য স্মারক মুদ্রা। এগুলোর প্রতিটির দাম ছিল ৪ হাজার টাকা। এটি এখন ১ হাজার টাকা বাড়িয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ৭ জানুয়ারি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৯০ হাজার ৭৪৫ টাকা নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। অন্যদিকে দীর্ঘদিন অপরিবর্তিত থাকলেও এবার রুপার দামও বাড়িয়েছে বাজুস। প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭১৪ টাকা।
আরও পড়ুন: স্বর্ণের দামে নতুন রেকর্ড
