আন্তর্জাতিক ডেস্ক
ঘণকুয়াশার কারণে তুরস্কের ২৩৮টি ফ্লাইট বাতিল হয়ে গেছে। তার্কিশ এয়ারলাইন্সের প্রেস অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তার্কিশ এয়ারলাইন্সের বরাত দিয়ে ডেইলি সাবাহ জানায়, ইস্তানবুলে বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে ৫ ও ৬ ফেব্রুয়ারির দুই শতাধিক বাতিলের ঘোষণা দিয়েছে তার্কিশ এয়ারলাইন্স।
এছাড়া নাগরিকদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের ফ্লাইট শিডিউল দেখে যাওয়ার জন্যও বলেছে তার্কিশ এয়ারলাইন্স।
এদিকে জানা গেছে, ২৩৮ টি ফ্লাইটের মধ্যে ৭২টি অভ্যন্তরীণ। আর ১৬৬টি আন্তর্জাতিক। আরো ফ্লাইটও বাতিল হতে পারে।
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন
