অবশেষে মাঠে গড়ালো দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগ
নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ক্রিকেট দলের কোচ আমিনুল ইসলাম। অনেকদিন হল প্রতিযোগিতামূলক ক্রিকেট ছেড়েছেন। মাঝে মাঝে মাস্টার্সকাপ ক্রিকেটে ব্যাট-বলের লড়াইয়ে দেখা গেছে। তবে শুক্রবার দীর্ঘদিন পর যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন আমিনুল। এদিন শহীদ মুক্তা স্মৃতি সংঘের হয়ে খেলা আমিনুলের এক সতীর্থ ছিল তারই ছেলে স্বাধীন।
শামস্-উল-হুদা স্টেডিয়ামে বাপ-বেটার লড়াইয়ে শেষ ওভার পর্যন্ত জয়ের সম্ভাবনা ধরে রেখেছিল শহীদ মুক্তা স্মৃতি সংঘ। শেষ ওভারের প্রথম তিন বলে ৮ রানের সমীকরণ মিলিয়ে ফেলে ছাত্র সংঘ। ছাত্র সংঘের সুইট হোসেন যখন ছয় মেরে দলের জয় নিশ্চিত করে তখনও তাদের হাতে ছিল দুই উইকেট।
এদিকে বর্ষা মৌসুমে লিগ মাঠে গড়ানো নিয়ে সংশয় ছিল। বৃহস্পতিবার লিগের খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও আগের দিন বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়। এদিনের খেলায়ও বৃষ্টি বাগড়ায় দু’দফা খেলা সাময়িকভাবে স্থগিত ছিল। শেষ পর্যন্ত প্যারাবোলা মেথডে ম্যাচের ফল নির্ধারণ হয়।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আমিনুল ইসলাম। ব্যাট করতে ১৯ ওভার চার বলে ৬৩ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেন তারা। তবে পিতা-পুত্রের ৪৭ রানে জুটির উপর নির্ভর করে নির্ধারিত ৪০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৪ রানের দলগত ইনিংস গড়ে।
ব্যাট হাতে শহীদ মুক্তার ইয়াছিন আরাফাত ৪৬ বলে ১৭, আলী আকবার ৪৫ বলে ১৮, আমিনুল ইসলাম ৪০ বলে ২টি চারে ১৬, স্বাধীন ৫৭ বলে অপরাজিত ৩টি চার ও ২টি ছয়ে ৪২ ও রাহুল হাসান ১২ বলে অপরাজিত ১১ রান করেন।

বল হাতে ছাত্র সংঘের পক্ষে সুইট হোসেন দু’টি, একটি করে উইকেট নেন অভি, সুজন হোসেন, আসিফ মীর ও ইমামুল হাসান গালিব।
১৫৫ লক্ষে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে ৪৮ রান তোলার পর বৃষ্টি নামে। এক ঘণ্টা ৮মিনিট শুরু হওয়া ম্যাচে প্যারাবোলা মেথডে ছাত্র সংঘের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৪ ওভারে ১১০ রান। অর্থাৎ ৫১ বলে ৬৩ রান। সেখান থেকে শেষ দুই ওভারে তাদের সমীকরণ দাঁড়ায় ১৪ রান। প্রথম ওভারে থেকে তারা নিতে পারে ছয়। শেষ ওভারে তাদের দরকার ছিল ৮ রান। তবে তা প্রথম তিন বলেই সেই কাজ শেষ করে সুইট হাসান।
ছাত্র সংঘের ব্যাটিং ইনিংসে হাসিব ৫২ বলে ৩টি চারে ৩০ ও অভি ১৯ বলে ২৪ রান করেন। বল হাতে শহীদ মুক্তার পক্ষে বল হাতে আরিফ তিনটি, আমিনুল ইসলাম দু’টি এবং একটি করে উইকেট নিয়েছেন রাহুল হাসান ও স্বাধীন।