নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু খুলনা বিভাগীয় সাধারণ স¤পাদক এবং সহ-সভাপতি মোহন কুন্ডু লাল নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আরিফ চাকলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাদের এ সাফল্যে আমি ও আমার সমিতির সকল সদস্যের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সাথে তাদের সাফল্য ও দীর্ঘায়ু কমনা করছি।
