সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় ৬ বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুমতাহিনা একই এলাকার আলমগীর হোসেনের কন্যা। শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন তার কন্যা মুমতাহিনাকে নিয়ে মোটরসাইকেলযোগে গয়ড়া কলেজ মোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে এবং মুমতাহিনা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুদ্দিন মৃধা জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যায়। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তিনি আরো জানান, নিহত শিশুটির পরিবার যদি চান তাহলে ময়নাতদন্ত করা হবে।
১ Comment
Pingback: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃস্বত্ত্বা স্কুলছাত্রীর অনশন : ধর্ষণ মামলা - দৈনিক কল্যাণ