নিজস্ব প্রতিবেদক
যশোরে বার্মিজ চাকুসহ দুই দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে শহরের রেলরোডে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী বাদী হয়ে আটক দুইজনসহ ৬জনের বিরুদ্ধে মামলা দিয়ে এদিনই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।
আটককৃতরা হলো, শহরের চাঁচড়া রায়পাড়ার বাবুর ছেলে ইব্রাহিম ও জেলরোডের মৃত আলমগীরের ছেলে মাসুম হোসেন।
এই মামলার পলাতক আসামিরা হলো, বেজপাড়া আকবরের মোড়ের ইলিয়াস হোসেন লাল্টুর ছেলে রাকিব, একই এলাকার এনামুল, রেলগেট এলাকার সালমান ও খড়কির ধোপাপাড়ার নাদিম।
এসআই তুহিন বাওয়ালী বলেছেন, শুক্রবার ভোর রাতে শহরের রেলরোড আদ-দ্বীন হাসপাতালের সামনে ধারালো অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত মহড়া দিচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ। এদিন ভোর সাড়ে ৪টার দিকে সেখানে অভিযানে গেলে পুলিশ দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় সেখান থেকে ইব্রাহিম ও মাসুম হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পরে পালিয়ে যাওয়া তাদের অন্য সহযোগিদের নাম ঠিকানা পুলিশের কাছে প্রকাশ করে আটক দুইজন।