নিজস্ব প্রতিবেদক
যশোরে বার্মিজ চাকুসহ এক সন্ত্রাসীকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় তার সাথে থাকা আরেক সন্ত্রাসী পালিয়ে গেছে। এ ঘটনায় ওই দুই সন্ত্রাসীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে স্থানীয় এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে যশোর শহরের কালেক্টরেট মার্কেটে। আটক তামিম রায়হান ঝুমঝুমপুর এলাকার জামাল গাজীর ছেলে। এই মামলার পলাতক আসামি রোহান হামিদপুর গ্রামের বাসিন্দা।
কালেক্টরেট মার্কেটের বেস্ট কালেকশন দোকানের মালিক আরিফ খান বাবু মামলায় উল্লেখ করেছেন, আসামিরা আকস্মিকভাবে তার দোকানের সামনে এসে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তিতে ওই মার্কেটের অন্য ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া করে তামিমকে ধরতে পারলেও পালিয়ে যান রোহান। পরবর্তীতে পুলিশ ডেকে তাদের হাতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, আসামিরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডে জড়িত। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।