নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা দলে আর খেলবেন না বলে গত বছর ঘোষণা দেন হাবিবুল বাশার। যশোর ক্রিকেট অঙ্গনে বাশার বলে পরিচিত গতবছর প্রিমিয়ারের দল আরএন রোডের কোচের দায়িত্ব পালন করেন। মাঠে থেকে একাডেমির ছেলেদের ক্রিকেট জ্ঞান দিতে চলতি মৌসুমে মৌসুমে খেলছেন প্রদীপ্ত পথ ক্রিকেট একাডেমিতে। এই একাডেমির পরিচালক বাশার সোমবার ব্যাট বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। বাশারের অলরাউন্ড পারফরম্যান্সে চলতি লিগের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে ঝিকরগাছার দলটি।
শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৩৮ রানে পরাজিত করেছে রাইজিং স্টার ক্লাবকে। এ জয়ের ফলে ঝিকরগাছার দলটি নিট রানরেটে এগিয়ে থেকে লিগের ‘খ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। প্রদিপ্তপথের সাথে আরএন রোড ক্রীড়া চক্র ও ম্যাগপাই ক্লাবের পয়েন্টও সমান ৫।
এদিন মাঠ খেলার অনুপযোগী থাকায় ১২টা ১৫ মিনিটে ম্যাচে ওভার নির্ধারণ করা হয় ২৭। টস হেরে ব্যাট করতে নেমে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি এক বল বাকি থাকতে অল আউট হওয়ার আগে সব ক’টি উইকেট হারিয়ে ১৫০ রানের দলগত ইনিংস গড়ে। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১১২ রান করে রাইজিং স্টার।
প্রদিপ্ত পথের ব্যাটিং ইনিংসে সাহাবুদ্দিন ১৭ বলে দু’টি চারে ১১, বাশার ৩৯ বলে ছয়টি চার ও দু’টি ছয়ে ৪৯, নবাব ২৬ বলে তিনটি চারে ১৭, রনি ১৫ বলে একটি চার ও দু’টি ছয়ে ২১ ও জয় ১৬ বলে দু’টি চারে ১৩ রান করেন।
বল হাতে রাইজিংয়ের সাকিব ৩৬ রানে তিনটি, আজমান হোসেন ১২, অন্তু ২৮ ও আবির হোসেন নয় রান খরচায় নিয়েছে দু’টি করে উইকেট। সোহান দখল করেছেন একটি উইকেট।
রাইজিংয়ের ব্যাটিং ইনিংসে আবির হোসেন ৩১ বলে একটি চারে ১৪, মতিন ৩৩ বলে ১০, রিয়াদ ইসলাম ১৮ বলে একটি চার ও ছয়ে ১৪, সাকিব নয় বলে তিনটি ছয়ে ২০, রহিত ১৯ বলে একটি ছয়ে অপরাজিত ১৯ ও আজমান হোসেন ১৭ বলে অপরাজিত ১১ রান করেন। বল হাতে প্রদিপ্ত পথের বাশার ১৫ রানে তিনটি, অমি ৩৪ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন রুবেল ও সজিব।