সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরায় দ্রুতগামী বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (০৫ জুলাই) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার সিঅ্যান্ডবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া স্কুল শিক্ষক আকরাম আলী (৬৫) সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগর গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি মোটরসাইকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের দিক থেকে আসছিলেন। এ সময় ইটাগাছা সিঅ্যান্ডবি মোড়ে পৌঁছালে বিপরীতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান ওই শিক্ষক।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, এঘটনায় বাসটিকে আটক করতে পারলেও চালকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।