নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে আসার পথে একটি যাত্রীবাহী বাসের মধ্যে অজ্ঞান করে স্কুল শিক্ষিকার স্বর্ণালংকার ও মোবাইলফোন লুট করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে যশোর-চুকনগর সড়কে আঞ্চলিক পরিবহনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকা তানিয়া তানজিম যশোর জেলা সহকারী তথ্য অফিসার এলিন-সাঈদ-উর-রহমানের স্ত্রী ও কেশবপুরের আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বৃহস্পতিবার যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন তানিয়া তানজিম চুকনগর থেকে যশোরের উদ্দেশে বাসে উঠে। আসার পথে চুকনগর বাজার হতে তার পাশের সিটে বরকা পরিহিত নারী বসেন। এরপর শংকরপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে আসলে বাসের সুপারভাইজার ঘুম-ঘুম ভাব ও ঝিমুনি অবস্থায় ডেকে তোলেন। এরপর উঠে দেখেন তার গলায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন, ৪ আনা ওজনের স্বর্ণের আংটি ও ৪ আনা ওজনের কানের দুল নেই। স্বর্ণালংকারগুলোর মূল্য ৯১ হাজার টাকা। একই সাথে একটি স্মার্টফোনও নিয়ে যায় অজ্ঞানপার্টির এ দুর্বৃত্ত।