কল্যাণ ডেস্ক
পটুয়াখালীতে ইকোনো একটি বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে গেছে। এ ঘটনায় রোজা (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন বাসটিতে থাকা অন্তত ১৫ জন যাত্রী। আজ বুধবার ভোরে পটুয়াখালী সেতুর উত্তর প্রান্তে এ ঘটনা ঘটে।
নিহত রোজা কুড়িগ্রাম জেলার মুক্তারাম গ্রামের রিয়াজের মেয়ে। সে পরিবারের সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণের জন্য রওনা দিয়েছিল।
বাসের যাত্রী ও স্থানীয়রা জানান, গতকাল রাতে বাসটি আবদুল্লাপুর থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভোররাতে পটুয়াখালী সেতুর উত্তর প্রান্তে পৌঁছালে একটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। পরে আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রোজাকে মৃত ঘোষণা করেন। আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে নিহত শিশু রোজার মা গুরুতর অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আসাদুজ্জামান জানান, গাড়ির চালক ও হেলপারসহ আহত সবাই হাসপাতালে ভর্তি আছেন। বাসটি আটক করা হয়েছে। দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুুুুন: গুলিস্তানে বিস্ফোরণস্থলে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড
১ Comment
Pingback: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রীর