শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা-শত্রুজিৎপুর সড়কের ধলহরা পাজারখোলায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। ১৪ ডিসেম্বর সকাল ১১ টার দিকে অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি দুর্ঘটনায় পড়ে। নিহতরা হলেন, সদর উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম নবী ও বাবু বিশ্বাস।
সদর থানা পুলিশ ও মগুরা ফায়র সার্ভিস যৌথভাবে হতাহতদের উদ্ধার করে ।