নিজস্ব প্রতিবেদক
যশোরে ভাড়া নিয়ে তর্কের জেরে এক বাস সুপারভাইজারকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাতনামা দুই যাত্রী। সোমবার সকাল ৯ টার দিকে যশোর শহরের নিউ মার্কেট খাজুরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুপারভাইজারের নাম নাসির হোসেন (১৮)। তিনি সদর উপজেলার বিরামপুর এলাকার বাদশা মিয়ার ছিলে। তিনি যশোর-মাগুরা রোডের লোকাল বাসের মোল্লা বাড়ির সুপারভাইজার হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিমাখালী থেকে ওঠা দুই যাত্রী যাত্রাপথে ভাড়াকে কেন্দ্র করে সুপারভাইজার নাসিরের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে বাসটি নিউ মার্কেটের চার রাস্তার মোড়ে পৌঁছালে তারা উত্তেজিত হয়ে নাসিরের ডান পায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে নাসির গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শেখ জাবের আলী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
									 
					