নিজস্ব প্রতিবেদক :
যশোর সদরের বাহাদুরপুর কদমতলা মোড় গ্যাস পাম্পের পাশে চায়ের দোকানে গভীর রাতে বেড়া কেটে চুরি করার সময় নৈশ প্রহরীর সহায়তায় স্থানীয় জনতার হাতে দুই চোর ধরা পড়েছে। তারা হচ্ছে, যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষীপুর গ্রাামের বোরহান ও একই উপজেলার নলডাঙ্গা গ্রামের ইয়ামিন। তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় বুধবার মামলা হয়েছে। মামলা করেন, সদর উপজেলার বাহাদুপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মুন্না হোসেন।
মামলায় তিনি উল্লেখ করেন, বাহাদুরপুর কদমতলার মোড় গ্যাস পাম্পের পাশে তার একটি চায়ের দোকান আছে। প্রতিদিনের ন্যায় গত ২৪ জানুয়ারি সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত দোকান পরিচালনা করে বাড়ি চলে যায়। ২৫ জানুয়ারি গভীর রাত ৩ টায় দোকানের পিছনে বেড়া ভেঙ্গে ওই দুই চোর ভিতরে ঢোকে। কাঠের দোকানের তালা ভেঙ্গে দোকানের মালামাল চুরি করার চেষ্টা করে। এ সময় বাজারে নৈশ প্রহরী দেখে ফেলে স্থানীয় লোকজনের সহায়তায় দুই চোরকে ধরে গণপিটুনি দেয়।