নিজস্ব প্রতিবেদক
যশোর-মাগুরা মহাসড়কের যশোর সদরের বাহাদুরপুর সার গোডাউনের সামনে ট্রাক চাপায় রাজিউল আলম (৫৩) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের ছেলে শহরের বারান্দী মোল্লাপাড়ার রামিজওয়াসিত নেহাল (২১) বাদী হয়ে কোতোয়ালি অজ্ঞাতনামা ট্রাক চলকের বিরুদ্ধে এই মামলাটি করেছেন।
বাদী এজাহারে উল্লেখ করেছেন, তার পিতা গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কাঠেরপুল থেকে মোটরসাইকেলযোগে খাজুরা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহাদুরপুর সার গোডাউনের সামনে পৌছালে পেছন দিক দিয়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাস্তার লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে গ্রহণ করে।