নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের দাসপাড়ায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে স্বপন কুমার দাস (৫৪) নামে এক ব্যক্তি জখমের অভিযোগে কোতোয়ালি থানায় লিখিত দেয়া হয়েছে। অভিযুক্তরা হলো, একই গ্রামের চন্ডিদাসের তিন ছেলে উত্তম দাস (৩৮), প্রকাশ দাস (২৫) এবং দুর্জয় দাস (২০) ও পরিতোষের ছেলে শ্রীপন (৩০)।
ভুক্তভোগী স্বপন কুমার দাস অভিযোগ করেছেন, অভিযুক্তদের সাথে তার আগে থেকে শত্রুতা চলে আসছিল। বিভিন্ন সময় খুন জখমের হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দেশি অস্ত্র নিয়ে তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি গালি দিতে নিষেধ করায় আসামিরা ক্ষিপ্ত হয়। পরে তারা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিটে জখম করে। এতে তার দাঁত ভেঙ্গে যায়। তিনি মাটিতে পড়ে গেলে ফের পিটিয়ে জখম করে। তার চিৎকারে পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।