যশোরসহ পার্শ্ববতি এলাকায় বেশ কয়েকটি হত্যাকান্ড ঘটে গেছে। এর মধ্যে যশোর শহরের পঙ্গু হাসপাতালে একজন রোগীর স্বজন, চৌগাছায় ভাড়ায় মোটরসাইকেল চালক, যশোর সদরের আড়পাড়ায় ভাইপোর হাতে চাচা, যশোরের শার্শায় সন্ত্রাসীদের হাতে আওয়ামী লীগ নেতা, ঝিনাইদহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। দেশের অন্যান্য স্থান থেকেও খুনের খবর প্রতিনিয়ত গণমাধ্যামে প্রকাশ হচ্ছে। গত ১৩ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে থাকা তিন বছরের শিশু তাসপিয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। শিশুটির বাবা সৌদিপ্রবাসী আবু জাহেরও চোখে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জমির মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সময় তারা গুলিবিদ্ধ হন। বুধবার রাতে কুমিল্লার বুড়িচংয়ে আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি এবং কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন সরকার নাইমকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। জানা যায়, মাদক চোরাকারবার নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মাদক কারবারিরা তাঁকে হত্যা করে থাকতে পারে। আরেকটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন মিয়া ঘাট এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় তার সামনেই সন্ত্রাসীরা তার ছেলে হরগঙ্গা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ঝলককে কুপিয়ে হত্যা করে। একই দিনে প্রকাশিত অন্য এক খবরে জানা যায়, শুধু কক্সবাজার জেলায় আগের ১২ দিনে ১৩ খুনের ঘটনা ঘটেছে। রাজধানীর কলাবাগানে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে, যার সারা শরীরে কাটা দাগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে শুধু সন্ত্রাস বাড়েনি, সেই সঙ্গে বেড়েছে অপরাধ কর্মকান্ডে আগ্নেয়াস্ত্রের ব্যবহার। পাড়া-মহল্লার ছোটখাটো সন্ত্রাসীরাও এখন প্রায়ই আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। কিশোররাও জড়িয়ে পড়ছে সংঘবদ্ধ অপরাধে। বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় থেকেই সন্ত্রাসী কর্মকান্ডে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেশি করে চোখে পড়ছে। তখন থেকেই পত্রপত্রিকায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশব্যাপী ব্যাপক ও সমন্বিত অভিযান পরিচালনার দাবি জোরদার হতে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত আমরা সে রকম সমন্বিত অভিযান দেখতে পাইনি। বিচ্ছিন্নভাবে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও তা অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার কমাতে পারছে না। আমরা চাই, অস্ত্র উদ্ধারে সারা দেশে একযোগে সমন্বিত অভিযান পরিচালিত হোক। প্রতিটি ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং দ্রুততম সময়ে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক।