নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের ফতেপুর ইউনিয়নের বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২১৬ জন ভোটারের মধ্যে ৭০ জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট বাতিল হয় মাত্র ছয়টি। নির্বাচনে ছয়জন প্রার্থী ছিলেন। এরমধ্যে ফরিদা ইয়াসমিন নামে একজন শিক্ষক প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন। তার মধ্যে ইনামুল হোসেন, ফারুক হোসেন বাবু, আরিফুল ইসলাম ও মফিজুর রহমান নির্বাচনে অভিভাবক সদস্য পদে বিজয়ী হন। অভিভাবক সদস্য পদে শহিদুল ইসলাম ফেল করেছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম।
ফতেপুর ইউনিয়ানের চেয়ারম্যান সোহরাব হোসেন ও ইউনিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু নির্বাচন পর্যবেক্ষণ করেন। তাহারা বলেন নির্বাচন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।