নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর জায়গা নেই। আমরা কোন যোগদান কর্মসূচি পালন করিনি। তাই দলে নতুন করে কারও সংযুক্ত হবার সুযোগ নেই।
রোববার (২০ জুলাই) যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা যুবদল আয়োজিত জরুরি সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক রাজনৈতিক দল নীতি কথা বলে এমনকি ধর্মের কথা বলে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের নিয়ে দল ভারি করছে। কিন্তু আমরা সেই কাজটি কখনো করবো না। কারণ হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় আত্মত্যাগ বিএনপির।
অমিত বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও বিষধর সাপের মতো ছোবল মারবে। সন্ত্রাসীরা কিছু দিন আগে গোপালগঞ্জে ছোবল দিয়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা কোন ভাবেই যেন মাথা চাড়া দেওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে সকলকে সর্বদা সজাগ থাকতে হবে। সন্ত্রাসীদের জনগণের মুখোমুখি হওয়া কিংবা যুদ্ধ করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ দেব না।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা। সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিনের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক বুলবুল চৌধুরী, খুরশিদ আলম বাবু, শরিফুল ইসলাম প্রমুখ।