নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আটকের পর তাদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তারা হলো, সদর উপজেলার চাউলিয়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে রোকনুজ্জামান, পদ্মবিলা গ্রামের গোলাম মোস্তফা সরদারের ছেলে সবুজ হোসেন, ঘুনি গ্রামের আজগর মােল্যার ছেলে রিপন ও গাইদগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসের হামলার পরে বিভিন্ন মালামাল ভাংচুর লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট এমএ গফুর। ওই মামলায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে এই চারজনকে সন্দেহ জনকভাবে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।