নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুরের মামলায় রাসেল হোসেন নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গত বুধবার রাতে শহরের জেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ রাসেল। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আসামি রাসেল হোসেন যশোর শহরের ঘোপ বুড়িরবাগান এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।
আসামি রাসেল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের অনুসারী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপু, মঈন উদ্দিন মিঠু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদ হাসান লাইফ, যশোর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন ওরফে হিটার নয়ন, শাহাজাহান কবির শিপুল, বিরামপুরের হাদিউজ্জামান চিমা, বারান্দিপাড়ার জাকির হোসেন রাজিব। এছাড়া এই মামলায় আরও এক থেকে দেড়শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।