নিজস্ব প্রতিবেদক: যশোরে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার শহরের লালদিঘির পাড়ে বিএনপির কার্যলয়ের সামনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত দুই বছর করোনা মহামারির সঙ্গে লড়াই করে কেটেছে মানুষের। সেই ধাক্কা সামাল দিতে গিয়ে নি¤œবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবন এমনিতে চরম সঙ্কটে। চিকিৎসা, বাসস্থান, বস্ত্রের মতো মৌলিক চাহিদাগুলোতে ব্যয় কমিয়ে ফেলেছে দেশের জনসংখ্যার বড় একটা অংশ। এর মধ্যে করোনাভাইরাসের চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি।
বক্তারা আরো বলেন, স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। তারা জনগণের দুঃখ দুর্দশা লাগবে এ রমজানে দ্রব্যমূল্যে হ্রাস করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু।
বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আজম, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শামসুন্নাহার পান্না, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা শ্রমিক দলের সভাপতি এস এম মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।