নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে বিএনপির খুলনা বিভাগের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার দমন পীড়ন করে কারাগারে আটকে রেখে বিএনপির নেতৃত্বাধীন চলমান আন্দোলন দাবিয়ে রাখতে পারবে না। বিএনপির একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত এই আন্দোলন চলবে। রাজপথে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। তাই জনগণের আবেগ নিয়ে ছিনিমিনি না খেলে, সময় থাকতে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার রচনার প্রেক্ষাপট তৈরি করুন। তাহলে জনগণ আপনাদের অতীতের অন্যায় অপকর্মের জন্য ক্ষমা করলেও করতে পারে।
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ কারাবন্দি সকল নেতাকর্মীর মুুক্তির দাবিতে গতকাল রোববার জেলা যুবদল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিগত এক যুগের অধিক সময় ধরে অনেক মার খেয়েছি, অনেক নির্যাতন সহ্য করেছি। এখন আর মার খাওয়ার সময় নেই। এখন সময় প্রতিরোধের। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য বিএনপি আন্দোলন করছে। যে বাংলাদেশে আইন আদালত স্বাভাবিকভাবে পারিচালিত হবে। বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুর রহমান মধুর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, জেলা যুবদলের সহ-সভাপতি সাইদুর রহমান বিপুল, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সভাপতির রাজিদুর রহমান সাগর, জেলা যুবদলে দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, যুবদল নেতা তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, মোনাজ্জেল হোসেন লিটন প্রমুখ।