নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেছেন, ষড়যন্ত্র করার মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের জন্ম হয়েছে। এ দুটি দল স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করার মধ্য দিয়ে ষড়যন্ত্র শুরু করে এবং এখনও করে যাচ্ছে। গত ২৮ নভেম্বর তারা ষড়যন্ত্র করে সরকার পতনের চেষ্টায় ব্যর্থ হয়। এরপর তারা গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যার করার মধ্য দিয়ে তাদের আসল রূপ প্রকাশ করছে।
আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বাবলাতলায় দলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি ও জামায়াত ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করেছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করে তারা বিশে^ বাংলাদেশকে জঙ্গীবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু তাদের সেই চেষ্টাও ব্যর্থ হচ্ছে। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
রেন্টু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবারো অগ্নিসংযোগ ও মানুষ হত্যায় মেতে উঠেছে। তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে দলের নেতা-কর্মীদের পাড়া-মহল্লায় ঐক্য গড়ে তুলতে হবে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি রেজাউল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি, সদর উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাদিউজ্জামান চিমা, যুবলীগ নেতা শেখ অরিছুল আলম মাসুদ, জিল্লুর রহমান পিটু, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির রহমান লিমন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোহর আলী মোল্লা, যুবলীগের সভাপতি মনিরুজ্জামান, সহসভাপতি বাদশাহ মোল্লা, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম হোসেন প্রমুখ।