নিজস্ব প্রতিবেদক
বিএনপির ডাকা হরতাল, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। গতকাল শনিবার সন্ধ্যায় পৃথকভাবে নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল দুটিই শহরের গাড়িখানাস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তাতে যেয়ে শেষ হয়।
প্রসঙ্গত, রোববার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিলে অংশ নেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, পৌর আওয়ামী লীগনেতা ইউসুফ সাঈদ, জেলা যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, পজলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, ৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক ছাত্রলীগনেতা মেহেদী হাসান রনি, পতৗহিদুর রহমানসহ সদর ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর আগে বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক সদস্য ইব্রাহিম শরীফ বিন্তু, সাবেক সভাপতি শফিকুল ইসলাম সোহাগ, যুবলীগনেতা আশাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
