নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে জেলা বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। তিনি যশোর জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঙ্গলবার রাত ৯ টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম শহরের এমএম আলী রোডের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে।
যশোর গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে শহরের পোস্টঅফিস পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে গ্রেফতার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ও জেলা বিএনপি কার্যালয় পোড়ানোর মামলার তদন্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ নাহিয়ান জানান, যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এমএ গফুর। এই মামলায় আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।