নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি কোন সংলাপের ফাঁদে পা দেবে না। আওয়ামী লীগের মতো বিশ্বাস ঘাতক দল আর নেই। সেই বিশ্বাস ঘাতকদের সাথে বিএনপির কোন আলোচনা কিংবা সংলাপ নয়।
জেলা বিএনপি আয়োজিত কারাবন্দি দলের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য মিজানুর রহমান খান, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিসর্জন দিয়ে হলেও তাদের অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে চায়। আজ দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষাঙ্গনগুলো ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের রাজত্ব চলছে। দেশের কিশোর গ্যাংয়ের ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ নামক দেশটি আওয়ামী লীগ অপরাধীদের নিরাপদ চারণ ভূমিতে পরিণত করেছে।
আর অন্যদিকে একের পর এক মিথ্যা, গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে। আদালতকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দেশের আইন আদালত সরকার দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু এভাবে মিথ্যা মামলায় কারাবন্দী করে সরকারের শেষ রক্ষা হবে না। নিরদলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের মধ্য দিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বতর্মান নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, বিএনপি নেতা আব্দার হোসেন খান, মশিয়ার রহমান, জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম, কাজী গোলাম হায়দার ডাবলু, আবু হাসান জহির, আবু নঈম, সেলিম রেজা আউলিয়ার, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা স্বেচ্ছাসেক দলের সিনিয়ির সহ-সভাপতি নির্মল কুমার বিট, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
