নিজস্ব প্রতিবেদক, বেনাপোল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর বাজার ও শিকারপুর বাজারে বিএনপির উদ্যোগে দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ দুই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন, গত ১৫ বছরে স্বৈরাচারের শাসনামলে জনগণ সরকার নির্বাচনে মতামত প্রকাশে ভোট দিতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটের অধিকার আবারো নিশ্চিত হবে। দেশে কর্মসংস্থান বাড়বে।
শিকারপুরে ২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে মফিকুল হাসান তৃপ্তি আরো বলেন, ধর্মকে ব্যবহার করে জামায়াত ইসলামের কর্মীরা ভোটের রাজনীতি করছে। মানুষকে অগ্রীম বেহেস্তের টিকিট দিচ্ছে। মানুষ তার কর্মের মাধ্যমে পরকালে বেহেস্ত বা নরকে স্থান হয়। দাঁড়ি পাল্লায় ভোট দিলে কখনো বেহেস্তের টিকিট হয় না বলে জামায়াত কর্মীদের মিথ্যা প্রলোভনে না পড়ার আহ্বান জানান।
অন্যদিকে, এদিন সন্ধ্যায় লক্ষণপুর ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির আয়োজনে একটি উঠান বৈঠকে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের নাটক বন্ধ করার আহ্বান জানিয়ে তৃপ্তি বলেন, যারা কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার কথা ভাবে কিভাবে ? তারা ক্ষমতা পেলে মৌলবাদীদের রাজত্ব হবে। অতীতে সব ধর্মের মানুষের সম্মান ও নিরাপত্তায় বড় ভূমিকা রেখেছে। বিএনপি সামনের দিনে ও ক্ষমতায় এলে সে ধারাবাহিকতা বজায় থাকবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, লক্ষণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, কবির উদ্দিন, সুলতান আহমেদ, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জমান মির্জা, সদস্য আসাদুজ্জামান আসাদ, সদস্য মফিজুর রহমান পিন্টু, সদস্য সোহাগ, জিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের শার্শা থানা সভাপতি আনসার আলী, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব মন্ডল, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন।
উঠান বৈঠক শেষে লক্ষণপুর ও শিকারপুর বাজারে জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
