নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদা’র নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পুনরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা ব্যাহত রাখতে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে সারা দেশে জ্বালাও-পোড়াও সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করছে। বিএনপি জামায়াতের অপতৎপরতা সাধারণ মানুষ বুঝতে পারছে। জেলা আওয়ামী লীগ এসবের তীব্র নিন্দা জানায়।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার বলেন, আওয়ামী লীগ সরকার যখন উন্নয়নে ব্যস্ত তখন ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবির বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে ব্যস্ত। দেশের মানুষ শেখ হাসিনার ওপর আস্থা রেখে জামায়াত শিবিরের দেশবিরোধী অপতৎপরতা মোকাবেলা করবে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের ইশারায় দেশে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ ও হামলা হয়েছে। বিএনপি-জামায়াত এখনও সময় আছে সাবধান হয়ে যান। মাঠে নামলে পালাবার পথ থাকবে না।’
মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির কবু, সাবেক দপ্তর সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য মারুফ হোসেন খোকন, আনোয়ার হোসেন মোস্তাক, সামির ইসলাম পিয়াস, সদর উপজেলার ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইউসুফ শাহিদ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক নাজমুল সিদ্দিকী পলাশ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহ-সভাপতি আব্দুর রউফ পিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি প্রমুখ।