নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা একটি মানবিক বাংলাদেশ বির্নিমাণ করতে চাই। যে বাংলাদেশ হবে বৈষম্যহীন, নিরাপদ বাংলাদেশ। যেখানে সকল ধর্মের এবং মতপথের মানুষ একত্রে মিলে মিশে নিরাপদ বসবাস করতে পারবে।
শুক্রবার যশোর নগর মহিলা দলের ৮ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি দেশ ও জনগণের জন্য রাজনীতি করে। দেশ ও জনগণ যখনই কোন সংকটে নিমজ্জিত হয়, তখনই বিএনপি সেই সংকট উত্তরণে দেশ ও জনগণ তাদের পাশে ছুটে যায়। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।
অতীতের মতো আগামীতেও দেশ ও জনগণের সকল সংকটে সংগ্রামে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ের সাফল্যের পেছনে নারীদের ভূমিকা আছে। অতীতে মতো আগামীতে সকল সংকট, সংগ্রামে নারীদের ভূমিকা রাখার আহ্বান জানান অধ্যাপক নার্গিস বেগম।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০১৪, ১৮ কিংবা ২৪ এর মতো বিনা ভোটের এমপি আর কখনো জনগণ দেখতে চায় না। আমরা আগামীতে এমন জনপ্রতিনিধি দেখতে চাই, যিনি তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করবেন। আগামীতে যে নতুন বাংলাদেশ বির্নিমাণের স্বপ্ন দেখেছি, সেখানে নারীদের পর্দার অন্তরালে রেখে সেটি বাস্তবায়ন সম্ভব নয়। তাই আগামীর বাংলাদেশ নির্মাণে পুরুষের পাশাপাশি নারীদের মনোনিবেশ করতে হবে। শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও ক্ষমতায়নে কাজ করেছেন। আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদের এই বিষয় মনোনিবেশ করতে হবে।
নারী নেত্রী অধ্যাপক ফিরোজা মোস্তফার সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমদ, স্থানীয় বাসিন্দা স্মৃতি কনা ঘোষ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী ফারাহ ইয়াসমিন।