নিজস্ব প্রতিবেদক
ক্রীড়া সংবাদিকদের সংগঠন বিএসপিএ-বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এর সেরা সক্রিয় সংস্থার পুরস্কার পেয়েছে যশোরের শামস্-উল-হুদা ফুটবল একাডেমি। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪ তুলে দেয়া হয়। যশোর শামস্-উল-হুদা একাডেমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন একাডেমির পরিচালক (এডমিন) শামস্-উল বারী শিমুল। স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পুরস্কার তুলে দেন।
এছাড়া পুরস্কার পেয়েছেন স্পোর্টস পারসন অব দ্যা ইয়ার: চ্যাম্পিয়ন-মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), রানারআপ- ঋতু পর্ণা চাকমা (ফুটবল) ও সাগর ইসলাম (আর্চারি)। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- ঋতু পর্ণা চাকমা (ফুটবল)। বর্ষসেরা ক্রিকেটার- মেহেদী হাসান মিরাজ। বর্ষসেরা ফুটবলার- ঋতু পর্ণা চাকমা। বর্ষসেরা আর্চার- সাগর ইসলাম। বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)- জহির রায়হান। উদীয়মান ক্রীড়াবিদ- নাহিদ রানা (ক্রিকেট)। বর্ষসেরা দাবাড়ু- মনন রেজা নীড়। বর্ষসেরা দলগত সাফল্য- জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল। বর্ষসেরা কোচ- মওদুদুর রহমান শুভ (হকি)। তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব- বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি)। বর্ষসেরা সংগঠক- মো. ইমরুল হাসান (সভাপতি বসুন্ধরা কিংস)। বর্ষসেরা আম্পায়ার- শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশেষ সম্মাননা- হামিদুল ইসলাম।