নিজস্ব প্রতিবেদক
আদালতের নির্দেশে যশোর সদর উপজেলার ভৈরব নদীতে নির্মাণনাধীন ছাতিয়ানতলা সেতুর কাজ বন্ধ রয়েছে। সেতু নির্মাণ কাজ বন্ধ থাকায় বিকল্প হিসেবে একলাবাসী চলাচলের জন্য বাঁশের সেতু নির্মাণ করে। সেই বাঁশের সেতুটিও সম্প্রতি ভেঙ্গে পড়েছে। বাঁশের সেতুটি ভেঙ্গে পড়ায় এলাকাবাসীর চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তাই চলাচলের জন্য এলাকাবাসী বিকল্প স্টিলের সেতুর দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঘোপ-ছাতিয়ানতলা এলাকায় স্কুল-মাদ্রাসাসহ ৬-৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাতিয়ানতলা ওই সেতু দিয়ে চলাচল করতো। কিন্তু সেতু না থাকায় স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তিতে পড়ছে। সেই সাথে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারে আনতে পারছে না। এজন্য সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত স্থানীয় জনসাধারণের চলাচলের জন্য বিকল্প একটি স্টিলের সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, কচুয়া ইউনিয়ন পরিষদের সদস্য আসলাম হোসেন, আসাদুজ্জামান লাভলু, হামিম মোস্তফা, জামাল হোসেন, জিল্লুর রহমান প্রমুখ।