নিজস্ব প্রতিবেদক: বিজয়ের ৫১ বছরে বিজয় দিবসের উপহার হিসেবে সারাদেশে ১০০ সড়কের সাথে যশোরের দুটি ও সাতক্ষীরার একটি সড়কের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গনভবন থেকে ভার্চুয়ালি এ সড়কগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন সকালে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে যশোর সড়ক বিভাগ। অনুষ্ঠানের মধ্যে দিয়ে যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক ও চুড়ামনকাটি-চৌগাছা সড়কের মোট ৫৪ দশমিক ৯১ কিলোমিটার সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
যশোর সড়ক ও জনপথ বিভাগ জানায়, ২০২০-২০২৫ মেয়াদে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী অনগ্রসর এবং দুর্গম অঞ্চলের প্রান্তিক জনসাধারণকে অর্থনীতির মূলধারায় সংযুক্ত করার লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদফতর দেশের মহাসড়ক নেটওয়ার্ককে গতিশীল করার জন্য এই সড়ক উন্নয়ন কাজ করছে। এ লক্ষ্যে যশোর- বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অধীনে ৩০৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৩৮ দশমিক দুই কিলোমিটার মহাসড়ক নির্মাণ করেছে।
প্রকল্পের অধীন ২৭ দশমিক ৬৮২ কিলোমিটার সড়কের প্রশস্ততা ৯ দশমিক ১০ মিটার এবং ১০ দশমিক ৫১৮ কিলোমিটার সড়কের প্রশস্ততা ৭ দশমিক ৩০ মিটার। এই মহাসড়কের বাস্তবায়নকাল ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। অপরদিকে ৫৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে চুড়ামনকাটি-চৌগাছা মহাসড়ক যথাযথমানে উন্নীতকরণ প্রকল্পের অধীনে ১৬ দশমিক ৮৩ কিলোমিটার সড়ক তৈরি করা হয়েছে। যার মধ্যে পুনঃনির্মাণ ১ দশমিক ৬৫ কিলোমিটার।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, সড়ক ও জনপথ বিভাগ যশোরে নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ২৪ দশমিক ৮ কিলোমিটার সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন সাতক্ষীরাবাসী।
সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল¬াহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক,
স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল¬াহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীররা নিবাহী প্রকৌশলী আজহারল ইসলাম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নির্বাহী প্রকৌশলী সুজায়েত হোসেন, জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন প্রমুখ।