নিজস্ব প্রতিবেদক
যশোরে বিজয় দিবসে স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ছুরিকাঘাতে জখম হলেন শহরের শংকরপুর জমাদ্দার পাড়ার শাহীন হোসেন (২২)। এছাড়াও পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আরও এক যুবক জখম হয়েছেন। তিনি সদরের সতীঘাটার ফরহাদ হোসেন (২০)। তাদেরকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহীন জানান, শনিবার সন্ধ্যায় তিনি তার স্ত্রী জুঁইকে নিয়ে শহরের ‘প্যারিস রোডে’ ঘুরতে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে শহরের শংকরপুর ছাদেক দারোগার মোড় এলাকার আকাশ নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
অপর ঘটনায় আহত ফরহাদ জানান, রোববার দুপুরে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের ইমামুলের নেতৃত্বে অজ্ঞাত ৪/৫ জন তার বাড়িতে হামলা করে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাদের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা আশংকামুক্ত রয়েছেন।