ঢাকা অফিস
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) স্পেকট্রাম ফি ও লাইসেন্স ফি বাবদ ২ হাজার ৩৫৫ কোটি টাকা পরিশোধ করতে তিন টেলিকম অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ (এসসি)।
গ্রামীণফোনকে পরিশোধ করতে হবে ১ হাজার ১৬৫ কোটি টাকা। আর রবি ও বাংলালিংককে পরিশোধ করতে হবে যথাক্রমে ৬২৫ কোটি ও ৫৬৫ কোটি টাকা।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিটিআরসি এবং টেলিকম অপারেটর কোম্পানিগুলোর ফি আদায়ের জন্য করা পৃথক আপিলের শুনানি শেষে এ আদেশ দেন বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা- ই-রকিব।
ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, ‘কবে নাগাদ ফি দিতে হবে, তা আমরা এখনও জানি না। আদেশের কপি পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আপাতত আমরা শুধু বলতে পারি, শীঘ্রই পরিশোধ করতে হবে।’
আরও পড়ুন: বাড়ল স্মারক স্বর্ণ রৌপ্য মুদ্রার দাম