নিজস্ব প্রতিবেদক
২০০৯ সালে পিলখানায় বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং একইসঙ্গে পুনঃতদন্ত করে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বিডিআর সদস্যকে হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১আগস্ট) বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে চাকরিচ্যূত বিডিআর সদস্যদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরপরাধ চাকুরিচ্যূত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল চাই করতে হবে। নিরপরাধ বিডিআর সদস্য যারা এখন পর্যন্ত জেলে বন্দি আছে তাদের অবিলম্বে মুক্তি চাই। যে সমস্ত চৌকস সেনা অফিসার পিলখানার হত্যাকাণ্ডে শহিদ হয়েছেন ওই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ২৫-২৬ ফেব্রুয়ারি ‘শহিদ সেনা হত্যা দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানাই। শহিদ সেনা অফিসার পরিবার কর্তৃক যে ৭টি দাবি উপস্থাপন করেছেন ওই ৭টি দাবির পূর্ণ সমর্থন জানাই। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সুষ্ঠু ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি ও নির্দোষ ব্যক্তিদের মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য দেন, চাকরিচ্যূত বিডিআর সদস্য সিপাহী কামরুল ইসলাম, মো. আমজাদ হোসেন, আব্দুল গফুর প্রমুখ।
