নিজস্ব প্রতিবেদক
নান্দনিকতায় বিনোদন কেন্দ্রে রূপ পেয়েছে যশোর কালেক্টরেট পুকুর পাড়। প্রতিদিন পুকুরে পদ্মফুলের সঙ্গে বিদেশি রঙিন মাছ ও বক পাখির খেলা দেখতে ভিড় করছেন দর্শণার্থীরা। কিন্তু তারা পুকুর পাড় ও পুকুরে চিপসের প্যাকেট, ঠোঙাসহ অন্যান্য দ্রব্য যত্রতত্র ফেলে পরিবেশ নষ্ট করছেন।
এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন যশোরের নেতৃবৃন্দ সোমবার বিকালে সেখানে স্থাপন করেছে ডাস্টবিন। এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এই কাজের প্রশংসা করে তিনি বলেন, যশোরকে একটি স্মার্ট জেলা প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। কালেক্টরেট পুকুরটি যশোরবাসীর বিনোদন কেন্দ্র হিসেবে রূপ নিয়েছে। সৌন্দর্য্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের। বিডি ক্লিন যশোরের স্বেচ্ছাসেবীরা নিয়মিত শহরকে পরিচ্ছন্ন ও মানুষকে সচেতন করতে কাজ করছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে আসছি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা খালেদা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম শাহিন, এনডিসি হিল্লোল চাকমা, সংগঠনটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা, বিভাগীয় সমন্বয়ক আল হেলাল মামুন, অতিরিক্ত সমন্বয়ক (আইটি এন্ড মিডিয়া) কাজি আশিক, অতিরিক্ত সমন্বয়ক আব্দুর রহিম, তোছাদ্দেক হোসেন, তামজিদ, সাকিবসহ বিডি ক্লিন যশোরের সদস্যবৃন্দ।