কল্যাণ ডেস্ক: ভারতে নামা বিদেশিদের জন্য ৭ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনের নিয়ম তুলে দিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার তাদের দেওয়া সংশোধিত ভ্রমণ নির্দেশনায় ‘ঝুঁকিপূর্ণ’ দেশের ক্যাটাগরিও বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
করোনাভাইরাসের ওমিক্রন ধরন নিয়ে বিশ্বজুড়ে বিচলিত অবস্থার মধ্যে ভারত ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকা করে সেসব দেশ থেকে যাওয়া যাত্রীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল। দৈনিক শনাক্ত কমে আসায় এখন ধাপে ধাপে তা শিথিল করা হচ্ছে।
১৪ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক ভ্রমণার্থীদের জন্য সংশোধিত নতুন এ নির্দেশনাটি কার্যকর হবে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।