নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি কর্মীদের খুন, গুম, কারারুদ্ধ করে সরকারের ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিএনপির নেতৃত্বে সরকার পতনের যে এক দফার আন্দোলন চলছে সেই আন্দোলন বিএনপির একার নয়, দেশের সমগ্র জনগণ জড়িয়ে গেছে। তাই সময় থাকতে জনগণের চোখের ভাষা বুঝে তাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। অন্যথায় জনগণ গণঅভূত্থানের মাধ্যমে আপনার পতন নিশ্চিত করে ছাড়বে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের যশোর জেলা শাখা গণসমাবেশের আয়োজন করে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিদেশে বিএনপির বন্ধু আছে, প্রভু নেই। কিন্তু আওয়ামী লীগের বিদেশে বন্ধু নেই, প্রভু আছে। সেটি তারাই প্রমাণ করেছে। যে প্রভুদের দয়ায় তারা ক্ষমতার মসনদ দখল করেছে। আজ আবার তারা সেই প্রভুদের কাছে ধরণা নিচ্ছে, আবার সাজানো, পাতানো প্রহসনের নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য। সেই আওয়ামী লীগ বলছে, নির্বাচন নিয়ে বিদেশীদের এত মাথা ব্যাথার কারণ কি? তাদের মাথা ব্যাথার কারণ আপনারাই সৃষ্টি করে দিয়েছেন।
১/১১ অসাংবিধানিক সরকারের সাথে আঁতাত করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহে দেশপ্রেমিক সেনা বাহিনীর মেরুদণ্ড ধ্বংস করে দেয়। এরপর তারা একে একে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমের ওপর সেন্সরশীপ আরোপ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে। দেশের সম্পদ লুটপাট করতে করতে তারা দেশটা লটুপাটের স্বর্গ রাজ্যে পরিণত করেছে। আজকে তিনি নাকি দেশে উন্নয়নের নহর বইয়ে দিয়েছে। তাহলে তাদের সুষ্ঠ নির্বাচন দিতে এত ভয় কিসের ?
গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম মনির, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সিনিয়র-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সিনিয়র যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান প্রমুখ।