কল্যাণ ডেস্ক : দেশের বাইরে থেকে পয়সা এনে অনেকেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশের মাটি খুবই উর্বর। এখানে সোনা ফলে। একই সঙ্গে পরগাছাও ফলে। পরগাছার বিষয়টি অনেক সময় দেখা যায় যে ফসল থেকে পরগাছা বেশি শক্তিশালী হয়ে যায়। অনেকেই এই পরগাছা হয়ে আছেন, বাইরে থেকে পয়সা আনেন, এনে এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। যাঁরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেন, দেশের উন্নয়নের অগ্রগতিকে পেছন থেকে খামচে ধরতে চান, এখন বোধ হয় সময় এসেছে এগুলোকে (তাঁদের) অ্যাকাউন্টিবিলিটিতে (জবাবদিহি) নিয়ে আসার।’
রাজধানীর সেগুনবাগিচায় শনিবার জুমবাংলা স্কুলপ্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, ‘বাঙালি দেশপ্রেমী জাতি। দেশের জন্য বাঙালি যতবার ঐক্যবদ্ধ হয়েছে, ততবার বিজয় ছিনিয়ে এনেছে। আমার কোনো সন্দেহ নেই, দিন শেষে এ জাতি বিজয়ী হবে।’
জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।