নিজস্ব প্রতিবেদক
যশোরে বিদেশ ফেরত নারী শ্রমিকদের ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং আয়বৃদ্ধিমূলক দক্ষতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) ‘রি-ইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ (আরআরএমডাব্লুবি) প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। করোনাকালীন সময়ে বেকার হয়ে সৌদি আরব, দুবাই, ওমান, মালয়েশিয়া, কাতার থেকে দেশে ফেরা যশোরের বিভিন্ন উপজেলার ৩৫ জন নারী শ্রমিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। গতকাল শনিবার জেলার শিশু নিলয় ফাউন্ডেশন কনফারেন্স রুমে দুই দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।
প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আনিছুর রহমান, টিটিসি যশোরের ইন্সট্রাক্টর মো. আসাদুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা আফতাব উদ্দিন রুমি।
উপস্থিত ছিলেন খুলনা মুক্তি সেবা সংস্থার প্রজেক্ট অফিসার উৎপল রায়, ভলেন্টিয়ার অঞ্জনা পাল ও সাদিয়া আফরিন নাতাশা।
প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করে বলেন, সুইজারল্যান্ডের আর্থিক সহায়তা (এসডিসি) ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কেএমএসএস ‘রি-ইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে করোনার সময়ে বিদেশে কাজ হারিয়ে দেশে ফেরা অভিবাসী শ্রমিকদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনোসামাজিক উন্নয়নে কাজ করছে। তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও আয় বৃদ্ধিমূলক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।