নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের নাজির শংকারপুরে চাঁদার দাবিতে বিদেশ ফেরত যুবক সাজ্জাদুর রহমানকে (৩৮) মারপিট ও চাঁদা আদায়ের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সাজ্জাদুরের ছোট ভাই সদরের মোবারককাঠি গ্রামের মেহেদি আল মাসুদ দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে সোমবার মামলা করেন। আসামিরা হচ্ছে শহরের নাজির শংকারপুরের আনিসুর রহমান ও বেজপাড়া নলডাঙ্গা রোডের লতিফের মেয়ে লিজা। এদের মধ্যে পুলিশ আনিসুরকে গ্রেপ্তার করেছে।
মামলায় মেহেদি আল মাসুদ বলেছেন, সাজ্জাদুর রহমান ৪ ফেব্রুয়ারি দেশে আসে। আনিসুরের সাথে সাজ্জাদুরের পূর্ব পরিচয়। সেই সুবাদে আসামি আনিসুর রহমান ৫ ফেব্রুয়ারি সাজ্জাদুরকে ঝিকরগাছায় তার বোনের বাড়ি নিয়ে যায়। সেখান থেকে বিকেলে বাড়ি ফেরার পথে শংকরপুর তালতলায় মোটরসাইকেল থামায়। সেখানে আমার ভাই সাজ্জাদুর ৮/১০ জন অজ্ঞাতনামাকে দেখতে পায়। আনিসুরের কথামতো একজন সাজ্জাদুরের কোমরে চাকু ঠেকিয়ে ভয় দেখায়। এরপর মোটর সাইকেলে উঠিয়ে অপহরণ করে বেজপাড়া নলডাঙ্গা রোডের আসামি লিজার বাড়ি নিয়ে যায়। এরপর সাজ্জাদুরকে মারপিট করে হত্যা ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
আরও পড়ুন: যশোরে হাজতখানায় বিয়ে